মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তায়ালার প্রেরিত বান্দা ও রাসূল। তিনি বর্তমান দেশ সৌদি, আরবের বিখ্যাত কুরাইশ বংশে ৫৭০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব এবং নানার নাম ওয়াহাব। জন্মের পূর্বেই তার পিতা ইন্তেকাল করেন। দাদা আব্দুল মুত্তালিব তার নাম রাখেন মোহাম্মদ। এবং তার মাতা নাম রাখেন আহমদ। জন্মের পর মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ধাত্রী মা হালিমার ঘরে লালিত পালিত হন। মা হালিমা বানু সাদ গোত্রের লোক ছিলেন। তখনকার সময়ে বানু সাদ গোত্রের লোক বিশুদ্ধ আরবিতে কথা বলতো। ফোনে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকাল থেকেই বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলতেন। শৈশব কাল থেকেই মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মাঝে ন্যায় ও ইনসাফের নজির দেখা যায়। তিনি ধাত্রী মা হালিমার একটি স্তন থেকে দুধ পান করতেন এবং অন্যটি তার দুধভাই আব্দুল্লার জন্য রেখে দিতেন। মা হালিমা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে পাঁচ বছর লালন-পালন করেন,তারপর তাকে মা আমিনার নিকট রেখে যান। তারপর প্রিয় নবী হযরত মোহাম্মদ (স...