Skip to main content

ফেসবুক ক্যাপশন

নিজের সময়কে দামি বানাও;
_যাকে তাকে দিয়ে নষ্টো কোরো না...✌✌



_সম্পর্কের নাম যাইহোক না কেন;
খারাপ সময়ে যে পাসে থাকবে সেই প্রিয় মানুষ...💚💚



_প্রতি টা মানুষই সুখী তার নিজ নিজ কল্পনার জগতে...😊😊



_I am not alonea..
ALLAH is always with me..💙💙



_তারে খুঁজতে গিয়ে হারালাম নিজেকে, 
আর নিজেকে খুঁজতে গিয়ে হারালাম পুরা দুনিয়াকে.🤦‍♂️
    


 _আমার শখের মানুষটা আজ অন্য কারোর শখ মিটাতে ব্যস্ত...🤕💔



_একটা পুরুষ কখনো তার পছন্দের নারীকে হারাতে চায়না...😇☺️



_স্বপ্ন দেখা কমিয়ে দাও বাস্তবতা খুব কঠিন..🤧🥵



_নিজের ফালতু আবেগ কন্ট্রোল করতে পারলেই জীবন সুন্দর.. 🙂😍



_বেঁচে আছি এটাই অনেক, 
সব সময় ভালো থাকতে হবে এমন কোনো কথা নাই... 😊😊



_জীবনে প্রচুর ধৈর্য ধরতে হবে,, 
স্বপ্ন পূরণের জন্য...!!😊



_ধমকি আমাকে দিও না,
কারণ আমার বংশ ভালো আমি না..🤟😎



_তুমি যার জন্য কাঁদো..🥹
সে তোমার গল্প অন্যকে বলে হাসে..😅💔



_শুকনো পাতার মতো ছড়িয়ে ছিটিয়ে ছিলাম, 
কেউ একজন এসে কুড়িয়ে নিলো,
            তাও আবার জ্বালানোর জন্য....🥹💔🤕



_৫০০ টাকায় দেহ পাওয়ার যুগে ;
পুরুষ তার শখের নারীর জন্য আত্মহত্যা করে..😔💔



_নিজে খেটে বড় হও, 
কারো পা চেটে নয়..🤟😎



_পোলাপান GF এর মুখে নাকি চাঁদের আলো খুঁজে পাই,
ওহে বালক,ভূগল খুলে দেখো চাঁদের নিজস্ব কোনো আলো নাই. ।। 😎😁



_ভাঙ্গা মন জোড়া লাগানো যায়, 
এমন একটা দোকান খুলবো এ শহরে...😊😇



_কে ছেড়ে গেলো,কে ইগনোর করলো আর কে পিছনে বদনাম করলো
 এগুলা দেখার সময় নাই,কিন্তু খারাপ সময়ে কে পাশে থাকলো,
 এটাই আমার কাছে Most Important...!!🤟😎💝



_যখন সব সত্যটা জানতে পারলাম,,
তখন নিজের পছন্দের উপর ঘৃণা এসে গেলো..🤧🤕



_নারীকে খুশি করতে আইসক্রিম, চকলেট, ফুচকা, ফুল, শাড়ি, চুরি কত কি দিতে হয়,,
অথচ পুরুষ কত সহজ সরল,, সে তার পছন্দের নারীকে দেখলেই খুশি হয়ে যায়। 😊😇



_কারো অবহেলা মানে জীবন শেষ নয়
একজনের কাছে মূল্যহীন হতে পারো সবার কাছে নয়...😊😊



_বাহ্যিক সৌন্দর্যে মোহিত হয়ে নয়,, 
অন্তরের শুদ্ধতাই মানুষ চিনতে হয়...!😇🥰



_চাইলেই জোর করে হাসা যায়,,
কিন্তু জোর করে ভালো থাকা যায় না..!!😔💔



_আমার সাথে মিশে দেখো ভালোবেসে ফেলবে..!!🌸
💝


_পেন্সিল ছেড়ে যেদিন থেকে কলম ধরলাম,, 
সেদিন থেকেই ভুল শুধরানোর সুযোগটা হারিয়ে ফেললাম..!!🤦‍♂️🥹



_যে হৃদয়ে তোমার বসবাস,, 
সে হৃদয়কে রক্তাক্ত করাই তোমার অভ্যাস..!!❤️‍🔥❤️‍🩹



_মানুষই মানুষের ভালো থাকার ওষুধ,, 
কেউ সুখ দেয় আবার কেউ দুঃখও দেয়..!!🤐🤣



__সুন্দর চেহারা কখোনো সুন্দর চরিত্রের থেকে দামি হতে পারে না..!!😇🥰



_জীবন নিয়ে গল্প লেখা সহজ,, 
কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো খুব কঠিন..!!😊🥲



_ যেটা পাওয়ার খুব বেশি ইচ্ছা থাকে,, 
মানুষ সেটাই বেশিরভাগ ক্ষেত্রে হারায়..!!🤗😷



_জানগো তুমি আমার হঠাৎ মনে পড়া মুচকি হাসির কারণ..!!😊😍



_কষ্ট হলেও মানতে হবে,, 
ভালোবাসা সবার জন্য হয় না..!!😷💔



_শূন্য স্থান শূন্যই থাকুক,, 
দেরিতে হলেও সঠিক মানুষটিই জীবনে আসুক..!!😊🙂





Comments

Post a Comment

Popular posts from this blog

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনি।

 মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তায়ালার প্রেরিত বান্দা ও রাসূল। তিনি বর্তমান দেশ সৌদি, আরবের বিখ্যাত কুরাইশ বংশে ৫৭০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব এবং নানার নাম ওয়াহাব। জন্মের পূর্বেই তার পিতা ইন্তেকাল করেন। দাদা আব্দুল মুত্তালিব তার নাম রাখেন মোহাম্মদ। এবং তার মাতা নাম রাখেন আহমদ।  জন্মের পর মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ধাত্রী মা  হালিমার ঘরে লালিত পালিত হন। মা হালিমা বানু সাদ গোত্রের লোক ছিলেন। তখনকার সময়ে বানু সাদ গোত্রের লোক বিশুদ্ধ আরবিতে কথা বলতো। ফোনে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকাল থেকেই বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলতেন। শৈশব কাল থেকেই মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মাঝে ন্যায় ও ইনসাফের নজির দেখা যায়। তিনি ধাত্রী মা হালিমার একটি স্তন থেকে দুধ পান করতেন এবং অন্যটি তার দুধভাই আব্দুল্লার জন্য রেখে দিতেন। মা হালিমা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে পাঁচ বছর লালন-পালন করেন,তারপর তাকে মা আমিনার নিকট রেখে যান।  তারপর প্রিয় নবী হযরত মোহাম্মদ (স...